নীতিমালা
‘আমাদের মাদারীপুর’ একটি মাল্টিডাইমেনশনাল নিউজ পোর্টাল। দেশ-বিদেশের প্রতিমুহূর্তের সংবাদ সংগ্রহ করতে অর্ধশতাধিক কর্মী নিয়ে আমাদের মাদারীপুর দেশের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠান। নিউজ পোর্টালটি যৌথ মালিকানার একটি প্রতিষ্ঠান। মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলা থেকে প্রতিমুহূর্তে পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। রাজধানী ঢাকার মগবাজারেও রয়েছে এর আঞ্চলিক অফিস। সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক কার্যক্রম থেকে বলা যায়, ‘আমাদের মাদারীপুর দায়িত্বশীলদের সংবাদ’।
জনপ্রিয়তা ও পেজভিউর হিসাব করলে জ্যামিতিক হারে বাড়ছে আমাদের মাদারীপুরের পাঠকসংখ্যা। শিগগিরই বিশ্বে বাংলা ভাষাভাষীর কাছে আস্থার জায়গা হচ্ছে ওয়েবসাইটটি। পোর্টালের নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সঙ্গে রয়েছে একটি শক্তিশালী ইউটিউব অ্যাকাউন্টও। যার মাধ্যমে একটি খবর মুহূর্তেই চলে যায় বিশ্বের এই প্রান্ত থেকে অপর প্রান্তে।
আমাদের মাদারীপুরের আত্মপ্রকাশ ২০২৪ সালের ৫ অক্টোবর। বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দলনিরপেক্ষ একটি অনলাইন পত্রিকা। এমন এক সময়ে এর যাত্রা শুরু, যখন করোনা পরবর্তী বিশ্বের সঙ্গে অর্থনীতির চাকা সচল রাখতে শ্বারুদ্ধকর যুদ্ধ করছে বাংলাদেশ। ওয়েব নিউজের পাশাপাশি শুরু থেকেই মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার করতে শুরু করে সংবাদমাধ্যমটি। ২০২৪ সালের ৯ অক্টোবর হয় পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন।
নিউজ প্রকাশের সূচনা থেকেই শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি আমাদের মাদারীপুর সজাগ রয়েছে। এর সম্পাদকীয় নীতির কেন্দ্রে রয়েছে উদার ও বহুবাচনিক গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল দায়বদ্ধতা। নারী, শিশু, ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারে আমাদের মাদারীপুর বিশ্বাসী। এর সাংবাদিকতার লক্ষ্য মানুষের সৃষ্টিশীল উদ্যোগের সহযোগিতা এবং ভবিষৎমুখী মঙ্গল ও উন্নয়ন।
ম্যাগাজিন, প্রকাশনা, গোলটেবিল বৈঠক, উদ্যোগ ও অভিনব আয়োজন করবে গণমাধ্যমটি। আর প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, পহেলা বৈশাখে বিশেষ সংখ্যা প্রকাশ করবে তারা। আমাদের মাদারীপুর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। এসব কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে একটি বড় অংশ তরুণদের সৃষ্টিশীল করে তোলা। কার্যক্রমগুলোর মধ্যে একদিকে থাকবে নানা প্রতিযোগিতা, অন্যদিকে তেমনি থাকবে সম্মাননা ও পুরস্কার। থাকবে দেশব্যাপী কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক পাঠকদের সংগঠন।
মূল্যবোধ ও নীতিমালা
স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা
মানুষ ও প্রকৃতির কথা বলি
দিন বদলের সহযোগী আমরা
সম্পাদকীয় অবস্থান
১. সত্য উদঘাটনে ও পরিবেশনে আমরা সংকল্পবদ্ধ।
২. তথ্য পরিবেশনে আমরা বস্তুনিষ্ঠ ও আপসহীন।
৩. গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, গণমানুষের মঙ্গল, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী।
৪. বাংলাদেশের নাগরিকদের সৃষ্টিশীল কর্ম এবং বর্তমান ও ভবিষৎমুখী উন্নয়নে আমরা আস্থা রাখি।
৫. নারী, শিশু এবং ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারের প্রতি আমরা সজাগ।
৬. শ্রেণি, বয়স, লিঙ্গ, বর্ণ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি আমরা সজাগ।
আমাদের কর্তব্য
১. তথ্য সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে আমরা স্বাধীন ও বস্তুনিষ্ঠ।
২. আমরা কোনো বিষয়ে সংবাদ বা সে-সংক্রান্ত ব্যাখ্যা-বিশ্লেষণ-মতামত পরিবেশন করি, কখনো সংবাদ তৈরি করার বা সংবাদ হয়ে ওঠার মতো ঘটনা ঘটাই না। তবে কখনো কখনো আমরা গুরুত্বপূর্ণ জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করি।
৩. স্বার্থপ্রণোদিত বা ভীত হয়ে কিংবা নিজের অবস্থানগত কারণে আমরা কোনো ভুল কিংবা আংশিক সত্য তথ্য দিই না বা তথ্য বিকৃত করি না। স্বেচ্ছায় এমন কোনো তথ্য গোপন করি না, যাতে প্রকাশিত তথ্য ভুল ধারণা দিতে পারে।
৪. আমরা সংবাদে নিজের মত বা মন্তব্য পরিবেশন করি না। তথ্যের সঙ্গে নিজের মনগড়া ধারণা বা কল্পনা যুক্ত করি না। সংবাদ ও মতামত আমরা সুস্পষ্টভাবে আলাদা করি এবং সেভাবে পরিবেশন করি।
৫. কোনো কারণে ভুল তথ্য পরিবেশিত হয়ে থাকলে সংবাদ সূত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করি কিংবা অবিলম্বে সংশোধনী দিয়ে সে বিষয়ে সঠিক তথ্য প্রদানের ব্যবস্থা নেই।
৬. সংবাদ, ছবি বা ভিডিও পরিবেশন করতে গিয়ে আমরা রুচির সীমা অতিক্রম করি না।
৭. উদ্ধৃতিচিহ্নের ভেতরে সবার মৌখিক বক্তব্য আমরা হুবহু পরিবেশন করি। কেবল স্থানবিশেষের আঞ্চলিক বাংলা বা বিদেশি ভাষা উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সময় মান বাংলায় রূপান্তর করা হয়।
৮. আমরা কোনো বই, জার্নাল, পত্রপত্রিকা, ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য, ছবি বা ভিডিও পরিবেশন করলে তার সূত্র যথাযথভাবে উল্লেখ করি।
৯. সম্পাদকীয়তে আমরা বিভিন্ন বিষয়ে যথাযথ দলীল দিয়ে নিজেদের মতামত প্রকাশ করি।
১০. ছবির সম্পাদনার সময় লক্ষ রাখি যাতে তার মূল বিষয়বস্তু বা ভাব ক্ষতিগ্রস্ত না হয়।
১১. পাঠক ও দর্শকদের মনে আঘাত করে এমন ছবি বা ভিডিও আমরা প্রকাশ করি না। আমরা বীভৎস, নৃশংস বা রক্তাক্ত ছবি পরিহার করি। গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের জন্য এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ জরুরি হলে সে-জাতীয় অংশ অস্পষ্ট করে দেই।
১২. ছবি বা ভিডিও প্রকাশের সময় আমরা লক্ষ রাখি, যাতে কেউ অকারণে বিপদাপন্ন বা হেয়প্রতিপন্ন না হন।
১৩. আমরা ধর্ষণের শিকার কোনো নারীর ছবি বা ভিডিও প্রকাশ করি না। মৃত ব্যক্তির মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিবেচনায় আমরা মৃতদেহেরও ছবি বা ভিডিও প্রকাশ করি না। বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে এ নিয়মের ব্যতিক্রম করতে হলে সম্পাদকীয় বৈঠকে পর্যালোচনার পরে সে বিষয়ে সিদ্ধান্ত নেই। একই সঙ্গে সে ছবি বা ভিডিওর সঙ্গে সেটি প্রকাশের কারণ উল্লেখ করি।
১৪. সবার আত্মপক্ষ সমর্থনের অধিকারকে আমরা সম্মান জানাই। কারও সম্পর্কে সংবাদ পরিবেশন করার সময় সে সম্পর্কে আমরা তার ভাষ্য আবশ্যিকভাবে যুক্ত করার সর্বাত্মক চেষ্টা করি। এ চেষ্টায় ব্যর্থ হলে তা উল্লেখ করি।
১৫. নির্যাতিত, নিগৃহীত বা সংখ্যালঘু কোনো ধর্ম, জাতি, সম্প্রদায় বা গোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে-এমন নিউজ প্রকাশ করি না।
১৬. কোনো ধর্ম, জাতিগত সম্প্রদায়, গোষ্ঠী বা লিঙ্গের দেশপ্রেম, মানবিক ক্ষমতা, জীবনাচার, উৎসব, খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে আমরা কোনো কটূক্তি বা নেতিবাচক ইঙ্গিত করি না।
নিউজ পোর্টাল ও কর্মীদের খরচ
১. পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় খরচ আমরা নিজেরা বহন করি। তবে বিশেষ কারণে এর ব্যতিক্রম হলে অর্থাৎ প্রয়োজনে অন্য কারো সহায়তায় যৌথভাবে অনুষ্ঠান আয়োজিত হলে-আমরা সতর্কভাবে সম্পাদকীয় বিবেচনার মাধ্যমে সে বিষয়ে পদক্ষেপ নেই এবং তা করতে গিয়ে সাংবাদিকতার নীতিমালা থেকে বিচ্যুত হই না।
২. সংবাদের উৎসের কাছ থেকে আমরা ব্যক্তিগত উপহার নেই না। সাধারণভাবে বিতরিত সৌজন্য উপহারের বেলায় ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রম হতে পারে।
ব্যক্তিগত কর্তব্য
আমাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও আমরা কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের সদস্য নই।
নারী, শিশু-কিশোরের নাম পরিচয়
১. আমরা নারীর, তথা সব লিঙ্গের সমান অধিকার ও সমতায় দৃঢ়বিশ্বাসী। লেখা, ছবি বা কার্টুনে নারীর প্রতি লিঙ্গভিত্তিক বৈষম্য প্রকাশ না করার ব্যাপারে আমরা সচেতন।
২. আদালত কর্তৃক সিদ্ধান্তের আগে নারী বা শিশুর নাম, পরিচয় ও ছবি আমরা ছাপি না। খবরের বিশ্বাসযোগ্যতা প্রতিপন্ন করার জন্য ছবি ছাপাতে হলে মুখ অস্পষ্ট করি দেই। তবে বিশেষ ক্ষেত্রে নারী বা শিশুটির সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কা না থাকলে এবং এতে তার উপকারের সম্ভাবনা থাকলে সম্পাদকীয় সিদ্ধান্ত নিয়ে তার ছবি পাবলিশ করি।
৩. সাংবাদিকতাসহ অন্যান্য কর্মকাণ্ডে শিশু-কিশোরদের সার্বিক মঙ্গল ও বিকাশের কথা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কোনো ঘটনায় কোনো শিশু-কিশোর জড়িত থাকলে লক্ষ রাখি, যাতে তথ্য পরিবেশনের সময় তার নিরাপত্তা, স্বার্থ ও সুরক্ষা ক্ষুণ্ন না হয়।
৪. অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পরিবেশনের সময় লক্ষ রাখি, যেন সেখানে শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলার মতো কোনো লিংক না থাকে। সেখান থেকে শিশু-কিশোরদের ব্যক্তিগত তথ্য যাতে অন্য কারও হাতে না পড়ে, সে ব্যাপারেও আমরা সতর্ক থাকি।