চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বায়েজিদ এলাকার শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত ইমন নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
পরে দুই গ্রুপের সংঘর্ষ ও মারামারিতে সবুজ গ্রুপের একজনকে আটকে রাখে ইলিয়াছ গ্রুপ। তারপর মারধর করে। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ফোর্স পাঠিয়ে আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিলেও শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ভাই কাউছার আলম (বাপ্পী) জানান, ‘ইমন কোনো দলের রাজনীতি করে না। সে রুবি গেট এলাকায় একটি কারখানায় চাকরি করত।’
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘মরদেহ এখনো মর্গে আছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’