নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে ৪৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে আনুমানিক ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সমগ্র দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আনুমানিক ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।